MIvsRCB: সূর্যের দাপটে ঝলসে গেল ব্যাঙ্গালোর, প্লে অফে প্রায় নিশ্চিত মুম্বই

খেলাধুলা

[ad_1]

MI vs RCB: সূর্যের দাপটে ঝলসে গেল ব্যাঙ্গালোর, প্লে অফ প্রায় নিশ্চিত করে ফেলল মুম্বই

ম্যাচ জেতানো ইনিংস সূর্যকুমার যাদবের৷ Photo-IPL/Twitter

মুম্বইয়ের হয়ে এ দিনও অসাধারণ বোলিং করেন যশপ্রীত বুমরা৷ ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন তিনি৷

#আবুধাবি: রোহিত শর্মা ছিলেন না৷ কিন্তু সূর্যকুমার যাদব যেন স্বপ্নের ফর্মে ব্যাট করছেন৷ আর তাঁর ব্যাটে ভর করেই ব্যাঙ্গালোরকে হারিয়ে শেষ চারে যাওয়া একরকম নিশ্চিত করে ফেলল মুম্বই ইন্ডিয়ান্স৷ পাঁচ বল বাকি থাকতেই আরসিবি-র দেওয়া ১৬৫ রানের লক্ষ্যে পৌঁছে গেল তারা৷

টসে জিতে এ দিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক কায়রন পোলার্ড৷ এ দিনও চোটের কারণে প্রথম এগারোয় ছিলেন না রোহিত শর্মা৷ ব্যাঙ্গালোরের হয়ে শুরুটা দুর্দান্ত করেছিলেন তরুণ দেবদত্ত পাড়িক্কল এবং জশ ফিলিপ৷ প্রথম উইকেটে ৭১ তুলে ফেলেন তাঁরা৷ কিন্তু ফিলিপ ফিরতেই পর পর উইকেট হারাতে থাকে আরসিবি৷ কিন্তু অন্যদিকে অসাধরণ ছন্দে ব্যাট করতে থাকেন পাড়িক্কল৷ একে একে অধিনায়ক বিরাট কোহলি, এ বি ডেভিলিয়ার্সরা ফিরে গেলেও টলানো যায়নি পাড়িক্কলকে৷ তাঁর ৪৫ বলে ৭৪ রানের সুবাদেই ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৪-তে পৌঁছয় ব্যাঙ্গালোর৷ পাড়িক্কল বাদে একমাত্র ফিলিপ ৩৩ রান করে৷ তা বাদে আরসিবি-র কোনও ব্যাটসম্যানই বড় রান পাননি৷

মুম্বইয়ের হয়ে এ দিনও অসাধারণ বোলিং করেন যশপ্রীত বুমরা৷ ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন তিনি৷ তার মধ্যে রয়েছে একটি মেডেন ওভার৷ পাড়িক্কল, কোহলিকেও ফেরান বুমরাই৷ একই সঙ্গে এ দিন আইপিএল-এ ১০০ উইকেট নেওয়ার নজিরও গড়লেন বুমরা৷


জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করেছিলেন মুম্বইয়ের দুই ওপেনার ঈষাণ কিষান এবং কুইন্টন ডি কক৷ প্রথম উইকেটে ৩৭ উঠলেও ইনিংসকে টানতে পারেননি দু’ জনের কেউই৷ তবে যথারীতি এ দিনও তিন নম্বরে নেমে মুম্বই ইনিংসের হাল ধরেন সূর্যকুমার যাদব৷ মাত্র ২৯ বলে অর্ধশতরান করেন তিনি৷ দলকে জিতিয়েই মাঠ ছাড়বেন, তা যেন ঠিক করে নিয়েছিলেন এই মুম্বইকর৷ তাই মাঝে পর পর কয়েকটি উইকেট হারালেও মুম্বই ইনিংসকে চাপে ফেলতে দেননি সূর্য৷ শেষ দিকে তাঁর সঙ্গে হার্দিক পান্ডিয়ার পার্টনারশিপই মুম্বইয়ের জয় নিশ্চিত করে দেয়৷

এই ম্যাচে জয়ের ফলে ১৬ পয়েন্টে পৌঁছে গেল মুম্বই৷ ফলে তাঁদের শেষ চারে জায়গা একরকম পাকা৷ অন্যদিকে ব্যাঙ্গালোর ১৪ পয়েন্টেই আটকে থাকল৷ ফলে পঞ্জাব, কলকাতা, হায়দরাবাদের মতোই বিরাট কোহলির দলের কাছেও এখনও প্লে অফের টিকিট অনিশ্চিত হয়েই থাকল৷



Published by:
Debamoy Ghosh


First published:
October 28, 2020, 11:13 PM IST

পুরো খবর পড়ুন

[ad_2]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।