টি২০ ফর্ম্যাটে বিশ্বের সেরা অধিনায়ক রোহিত শর্মা…, প্রশংসা সেহওয়াগের

খেলাধুলা

[ad_1]

টি২০ ফর্ম্যাটে বিশ্বের সেরা অধিনায়ক রোহিত শর্মা..., মুম্বই অধিনায়কের প্রশংসায় সেহওয়াগ

Photo Courtesy: IPL/BCCI

মঙ্গলবার দুবাইয়ের মাঠে ফাইনালে আগাগোড়া শুধু রোহিতদেরই দাপট লক্ষ্য করা গিয়েছে ৷ ট্রফি জেতাটা যেন অভ্যাসে পরিণত করেছে মুম্বই ইন্ডিয়ান্স ৷

#দুবাই:  ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯-এর পর ২০২০ ৷ এই নিয়ে পঞ্চমবার আইপিএল খেতাব জয়ের স্বাদ পেল মুম্বই ইন্ডিয়ান্স ৷ মঙ্গলবার দুবাইয়ের ফাইনালে আগাগোড়া শুধু রোহিতদেরই দাপট লক্ষ্য করা গিয়েছে ৷ ট্রফি জেতাটা যেন অভ্যাসে পরিণত করেছে ব্লু আর্মি ৷

পাঁচবারের জন্য আইপিএল ট্রফি জিতে রোহিত শর্মা জানিয়ে দিলেন, দুবাইয়ের বদলে এই ট্রফিটা ওয়াংখেড়েতে জিততে পারলে বেশি ভাল হত ৷

এদিন ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত বলেন, “যে ভাবে মরশুমটা গেল তা দুর্দান্ত। প্রতিযোগিতার শুরুর আগেই ছেলেদের বলে দিয়েছিলাম, জেতার অভ্যাস গড়ে তোলার সংস্কৃতি তৈরি করতে হবে। আমি তো ছেলেদের পিছনে লাঠি হাতে দৌড়তে পারব না। তাই ওদের আত্মবিশ্বাস বজায় রাখতে মাথা ঠান্ডা রেখে দলীয় ভারসাম্য বজায় রাখার কাজ করেছি। আর এই সাফল্যের শরিক তাঁরাও, যাঁরা নেপথ্যে থেকে আমাদের তৈরি করেছেন।’’


অন্যদিকে ক্যাপ্টেন রোহিত শর্মার ভূয়সী প্রশংসা করে এদিন বীরেন্দ্র সেহওয়াগ ট্যুইট করেন, ‘‘ এখন তো অভ্যাসই তৈরি হয়ে গিয়েছে এভাবে সবাইকে ধুয়ে ফেলার ৷ বিশ্বের সেরা টি২০ ফ্র্যাঞ্চাইজি এবং এই ফর্ম্যাটের সেরা অধিনায়ক হলেন রোহিত ৷ মুম্বই ইন্ডিয়ান্সই যোগ্য চ্যাম্পিয়ন দল… কোনও সন্দেহ নেই ! ’’



Published by:
Siddhartha Sarkar


First published:
November 11, 2020, 9:05 AM IST

পুরো খবর পড়ুন



[ad_2]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।