IPL 2020 Final : ক্লাসিক রোহিত, পাঁচ উইকেটে দিল্লিকে হারিয়ে পঞ্চম বার খেতাব জয়

খেলাধুলা

[ad_1]

IPL 2020 Final : ক্লাসিক রোহিত, পাঁচ উইকেটে দিল্লিকে হারিয়ে পঞ্চম বার খেতাব জয় মুম্বইয়ের

Photo Courtesy- IPL/Twitter

২০১৩, ২০১৫,২০১৭,২০১৯ -র পর ফের ২০২০ IPL Champion Mumbai Indians৷

#দুবাই : IPL এ নয়া নজির ৷ পাঁচবার আইপিএল খেতাব জিতল মুম্বই ইন্ডিয়ন্স৷ ফাইনালে ৫ উইকেটে দিল্লিকে হারাল তারা৷

সামনে খেতাব ধরে রাখার হাতছানি, জয়ের জন্য প্রয়োজন মাত্র ১৫৭ রান৷ এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ফুলঝুরি শুরু করেন দুই মুম্বই ইন্ডিয়ন্স ওপেনার৷ অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে কুইন্টন ডি কক মাত্র ৪.১ ওভারে তুলে ফেলেন ৪৫ রান৷

এদিন যেমন ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছিলেন দিল্লির মার্ক স্টোয়ানিস৷ আর এদিন বল হাতেও প্রথম বলেই আউট করে দিলেন বিপক্ষের ডি কককে৷ এই প্রথম ধাক্কার পর একটু সংযত হয় মুম্বই ৷ খানিকটা ধীরে চলো নীতিতে ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগোতে থাকেন রোহিতরা৷


তবে তাঁর সঙ্গে ভুল বোঝাবুঝিতে অধিনায়কের গুরুত্বপূর্ণ উইকেট বাঁচাতে নিজের উইকেটের বলি দেন ইন ফর্ম সূর্য কুমার যাদব৷ এদিন রোহিত মুম্বই ইন্ডিয়ন্সের জার্সিতে ৪০০০ রান পূর্ণ করে ফেলেন৷

এদিন কোনও তাড়াহুড়ো না করেই জয়ের লক্ষ্যে ধীরে ধীরে পৌঁছে যায় মুম্বই৷ নোর্ৎজের বলে দুরন্ত ক্যাচ নিয়ে রোহিতকে বাড়ি পাঠান দিল্লির পরিবর্ত ক্রিকেটার ললিত যাদব৷ এদিন রোহিত ৫১ বলে ৬৮ রান করেন৷ তাঁর ইনিংস সাজানো পাঁচটি ৪ ও চারটি ছয় দিয়ে৷ অধিনায়ক হিসেবে এদিন ৩০০০ রান পূর্ণ করেন হিটম্যান৷



এদিকে প্রাথমিক ধাক্কা সামলে দিল্লিকে লড়াইতে ফেরালেন অধিনায়ক শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থ জুটি৷ এদিন টসে জিতে দিল্লি ক্যাপিটাল্সের ব্যাটিংয়ের সিদ্ধান্ত ব্যাকফায়ার করে৷ শুরুতেই ট্রেন্ট বোল্টের বলে প্যাভিলিয়নে ফিরে যান স্টোয়েনিস৷ চোট থাকায় এদিন বোল্টের খেলা নিয়ে সন্দেহ ছিল ৷ কিন্তু শুরুতেই তাঁর ধাক্কায় কেঁপে যায় দিল্লি৷ এদিন ২০ ওভারে ৭ উইকেটে ১৫৬ রান করে দিল্লি ক্যাপিটাল্স৷

নিজের দ্বিতীয় ওভারে ২ রানে ব্যাট করা অজিঙ্ক রাহানেকেও তুলে নেন তিনি৷ এ মরশুমে নড়বড়েই ছিলেন রাহানে ৷ মেগা ফাইনালেও তার ব্যতিক্রম হল না৷ বোল্টের দ্বিতীয় শিকার তিনি৷ মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা এই ম্যাচে দীপক চাহারের জায়গায় জয়ন্ত যাদবকে খেলান৷ আর অধিনায়কের সেই সিদ্ধান্ত সুপারহিট ৷ এদিন ধাওয়ানকে প্যাকআপ করে দেন জয়ন্ত যাদব ৷ ফাইনালে তাঁর ব্যাট থেকে এল ১৩ বলে ১৫ রান৷

এরপর অবশ্য প্রচণ্ড নড়বড়ে দিল্লিকে কিছুটা ভরসা দেন শ্রেয়স ও পন্থ জুটি ৷ গোটা মরশুমে সেভাবে দাগ কাটেনি পন্থের ব্যাট ৷ এদিন তিনি ৩৮ বলে ৫৬ রান করেন ৷ তাঁর ইনিংস সাজানো ৪ টি চার ও ২ টি ছয় দিয়ে৷ অধিনায়ক শ্রেয়স করেন ৫০ বলে ৬৫ রান ৷ তাঁর ইনিংসে রয়েছে ৪ টি চার ও ২ টিছয়৷

পন্থ আউট হওয়ার পরে হেটমেয়ার ও ফ্লপ ৷তিনি ৫ রানেই প্যাভিলিয়নে ফেরেন৷ এদিন মুম্বইয়ের হয়ে ট্রেন্ট বোল্ট ৩ টি উইকেট নেন৷ বুমরাহ উইকেট না পেলেও আঁটোসাঁটো বোলিং করে দিল্লিকে চেপে ধরেন৷ জয়ন্ত যাদব ৪ ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেট নেন৷

এদিকে মঙ্গলবারের মেগা ফাইনালের আগে ফুটছে দুপক্ষই৷ মুম্বইয়ের কাছে ইতিহাসের হাতছানি আর দিল্লির চ্যালেঞ্জ নজির গড়ার৷ নিজেদের পঞ্চম আইপিএল খেতাব জিততে বদ্ধপরিকর৷ অন্যদিকে দিল্লি প্রথম খেতাব ঘরে নিয়ে যেতে চায়৷ এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন দিল্লি অধিনায়ক শ্রেয়স আইয়ার৷

এদিন টসে জিতে মুম্বইয়ের বিরুদ্ধে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রেয়স৷ যেহেতু প্লে অফের দ্বিতীয় কোয়ালিফায়ারে হায়দরাবাদের বিরুদ্ধে আগে ব্যাট করে দারুণ রান করেছিল দিল্লি তাই অধিনায়ক সেই সিদ্ধান্তেই থাকলেন৷

তাঁদের প্রথম একাদশে কোনও পরিবর্তন নেই৷

এদিকে টসের সময় দারুণ আত্মবিশ্বাসী ছিলেন দুই অধিনায়কই৷


Published by:
Debalina Datta


First published:
November 10, 2020, 11:10 PM IST

পুরো খবর পড়ুন

[ad_2]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।