[ad_1]
Photo Source: Twitter
রোনাল্ডোদের ০-১ গোলে হারিয়ে উয়েফা নেশনস লিগের শেষ চারে খেলা নিশ্চিত করল ফ্রান্স ৷
#লিসবন: ম্যাচে গোল হয়েছে মাত্র একটি ৷ কিন্তু লড়াই হল জমজমাট ৷ ফ্রান্সের বিরুদ্ধে লড়াইয়ে হার মানতে বাধ্য হয় রোনাল্ডোর পর্তুগাল ৷ রোনাল্ডোদের ০-১ গোলে হারিয়ে উয়েফা নেশনস লিগের শেষ চারে খেলা নিশ্চিত করল ফ্রান্স ৷
অনেক বেশি পাস খেলা ৷ বল দখলের লড়াইয়ে ৪৯ শতাংশ ৷ কিন্তু তা সত্ত্বেও হার মানতে বাধ্য হল রোনাল্ডোরা ৷ প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৫৯ তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন এনগোলো কন্তে।
রোনাল্ডোরা যে ফর্মে রয়েছেন ৷ তাতে ফ্রান্সের বিরুদ্ধে তাঁরাই ছিলেন ফেভারিট ৷ অ্যান্ডোরার বিরুদ্ধে শেষ ফ্রেন্ডলিতে ৭-০ গোলে জিতেছিল পর্তুগাল ৷ ফিটনেস সমস্যায় এদিন ফ্রান্সের প্রথম একাদশে ছিলেন না এমব্যাপে ৷ খুব একটা ছন্দে ছিলেন না পল পোগবাও ৷ কিন্তু তা সত্ত্বেও ম্যাচে জয় ছিনিয়ে নিতে সফল দিদিয়ের দেশঁর ফ্রান্স ৷ পর্তুগালের আক্রমণকে ভোঁতা করতে এদিন অত্যাধিক ডিফেন্সিভ নয়, পাল্টা আক্রমণের লড়াইতেই নেমেছিল ফ্রান্স ৷
[ad_2]