[ad_1]
Photo Courtesy: IPL/BCCI
আইপিএল এ বছর আয়োজিত না হলে প্রচুর আর্থিক ক্ষতির মুখে পড়তে হত বিসিসিআইকে ৷ বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই জানিয়েছিলেন আইপিএল এ বছর না হলে ৪০০ কোটি টাকা ক্ষতি হবে বিসিসিআইয়ের ৷
#মুম্বই: আইপিএল হল ক্রিকেটের ক্রোড়পতি লিগ ৷ ক্রিকেটার থেকে শুরু করে স্পনসর, ব্রডকাস্টার এবং অবশ্যই আয়োজক, সবারই প্রতি বছর নজরে থাকে এই টুর্নামেন্ট ৷ ক্রিকেটে এখন বিনোদনই আসল কথা ৷ আর আইপিএল থেকে বেশি বিনোদন আর কোথায় পাওয়া সম্ভব ৷ অতিমারীর কারণে এ বছর একসময়ে আইপিএল আয়োজনই অনিশ্চিত হয়ে পড়ে ৷ ক্রমেই পিছিয়ে যেতে থাকে টুর্নামেন্ট ৷ অবশেষে টুর্নামেন্ট দেশের মাটির বদলে হয় আরব দেশে ৷
আইপিএল এ বছর আয়োজিত না হলে প্রচুর আর্থিক ক্ষতির মুখে পড়তে হত বিসিসিআইকে ৷ বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই জানিয়েছিলেন আইপিএল এ বছর না হলে ৪০০ কোটি টাকা ক্ষতি হবে বিসিসিআইয়ের ৷ এমন পরিস্থিতিতে বিদেশের মাটিতে আইপিএল আয়োজন করে চমকে দিল বোর্ড। আমিরশাহীর তিনটি মাঠে দারুণ সফল টুর্নামেন্ট আয়োজিত হয়েছে ৷ কিন্তু জানেন কি ? এবারের আইপিএল আয়োজন করতে কত টাকা খরচ হয়েছে বিসিসিআইয়ের ? সেই অঙ্কটা বিশাল ৷ সংযুক্ত আরব আমিরশাহীর এমিরেটস ক্রিকেট বোর্ডকে টুর্নামেন্টের খরচবাবদ ১০০ কোটি টাকা দিয়েছে বিসিসিআই ৷
টাকার অঙ্কটা শুনেই বোঝা সম্ভব, কেন আইপিএল আয়োজন করতে মুখিয়ে থাকে যে কোনও দেশই ৷ এ বছর ১৯ সেপ্টেম্বর শুরু হয় টুর্নামেন্ট। চলে নভেম্বরের ১০ তারিখ পর্যন্ত। তিনটে ভেন্যুতে আয়োজিত হয় ম্যাচ-আবু ধাবি, শারজা এবং দুবাই। ফাইনালে দিল্লিকে একপেশে লড়াইয়ে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মুম্বই ইন্ডিয়ান্স। টানা দু’বার কাপ জেতে তারা। সবমিলিয়ে পাঁচবার।
[ad_2]