কলকাতায় কালীপুজোর অনুষ্ঠানে অংশ নিয়ে বিপাকে! ফেসবুক লাইভে খুনের হুমকি সাকিবকে

খেলাধুলা

[ad_1]

ফেসবুক লাইভে সাকিবকে খুনের হুমকি ! কলকাতায় কালীপুজোর অনুষ্ঠানে অংশ নিয়ে বিপাকে বাংলাদেশি অলরাউন্ডার

Photo Credit: IANS

রবিবার বেশি রাতে সিলেটের এক যুবককে দেখা যায় হাতে ধারালো অস্ত্র নিয়ে ফেসবুক লাইভে সাকিবকে হত্যা করার কথা ঘোষণা করতে ৷

#ঢাকা: কলকাতার একটি কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে ভালমতোই অস্বস্তিতে পড়েছেন বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান ৷ সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরে তাঁকে নানাভাবেই হেনস্থা করা হচ্ছিল ৷ কিন্তু এবার ফেসবুকে খুনের হুমকি পেলেন সাকিব ৷ রবিবার বেশি রাতে সিলেটের এক যুবককে দেখা গিয়েছে হাতে ধারালো অস্ত্র নিয়ে ফেসবুক লাইভে সাকিবকে হত্যা করার কথা ঘোষণা করতে ৷

কলকাতায় কালী পুজোর উদ্বোধন করতে যাওয়ার ‘অপরাধ’-এ সাকিবকে কুপিয়ে টুকরো টুকরো করে হত্যার কথা বলে ওই যুবক। সঙ্গে অকথা গালিগালাজও করে সে ৷ রবিবার রাত ১২.০৭ মিনিটে ফেসবুক লাইভে এসে সাকিবকে মারার কথা বলতে থাকে অভিযুক্ত যুবক ৷ তার বক্তব্য ছিল, ‘‘ সাকিবের উচিৎ পাকিস্তানি ক্রিকেটারদের দেখে শেখা ৷ তারা নিজের ধর্মকে সবার ওপরে রাখে ৷ ’’

সাকিব অবশ্য জানিয়েছেন, কালীপুজোর উদ্বোধন তিনি করেননি ৷ করেছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ তিনি অনেক পরে ওই অনুষ্ঠানে গিয়ে পৌঁছন ৷ জানা গিয়েছে, ওই যুবকের নাম মহসিন তালুকদার। সিলেটের শাহপুর তালুকদার পাড়ার বাসিন্দা। রাতের পর ভোর ৬টার দিকে ফের লাইভে আসে ওই ব্যক্তি। রাতের নিজের ওই ভিডিওর জন্য প্রথমে দুঃখ প্রকাশ করলেও সাকিবকে গোটা দেশের কাছে ক্ষমা চাওয়ার অনুরোধও করে ওই যুবক ৷ পুলিশ ওই যুবকের খোঁজে নেমেছে ৷



Published by:
Siddhartha Sarkar


First published:
November 17, 2020, 8:15 AM IST

পুরো খবর পড়ুন

[ad_2]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।