কলম্বিয়ায় অগ্নকাণ্ডে মারা গেছে ৭ জন

আন্তর্জাতিক

কলম্বিয়ার ভেনেজুয়েলা সীমান্তবর্তী শহর কুকুতায় আগুনে পুড়ে মারা গেছে ৭ জন। আহত হয়েছে অন্তত ৫ জন।

রবিবার শহরটির তিনটি বাড়িতে আগুন লাগলে এ ঘটনাঘটে। নিহতদের মধ্যে ৫ জনএকই পরিবারের।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সকালে প্রথমে একটি বাড়িতে আগুন লাগলে, তা দ্রুত পাশের দুটি  বাড়িতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। কেন এই অগ্নিকাণ্ড তা এখনো জানা যায়নি । তবে কর্মকর্তারা ধারণা করছেন, বৈদ্যুতিক শট সার্কিট থেকেই আগুন লেগেছে ।