পৌষের শেষে সুরের ধারার আয়োজনে লালমাটিয়ায় চলছে পৌষ উৎসব।
পৌষ মাসে নগরে শীত নেই। তারপরও পৌষ উৎসবকে ঘিরে বর্ণিল সাজে সাজানো হয়েছে লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ মাঠ। দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সম্ভারে সাজানো হয় উৎসব অঙ্গন। বুধবার বিকেলে বর্ণিল এই উৎসবের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
উৎসবে পিঠা-পুলি থেকে শুরু করে নাগরদোলা ও পুতুল নাচ কিছুই বাদ পড়েনি উৎসবে। বাঙালির ঐতিহ্যবাহী নানারকম পণ্য সামগ্রী নিয়ে শতাধিক দোকান বসেছে উৎসব প্রাঙ্গণে।
নগরজীবনে ক্লান্তি ভুলতে অনেকেই ভিড় করছেন ঐতিহ্যময় এই আয়োজনে। সুরের ধারার শিক্ষার্থীদের সমবেত সঙ্গীত পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ।