বিশ্বে করোনায় একদিনে আবারও রেকর্ড ১৬ হাজার ২৬৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে পরপর দুইদিন দৈনিক ১৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হলো। বিশ্বে মোট প্রাণহানি ১৯ লাখ ৮৫ হাজারের বেশি । একদিনে ৭ লাখ ৪০ হাজারসহ বিশ্বে মোট শনাক্ত ৯ কোটি ২৭ লাখ ৪৬ হাজারের বেশি।
যুক্তরাষ্ট্রের একদিনে মারা গেছে ৪ হাজারের বেশি মানুষ। মার্কিন গণমাধ্যম সিএনএন বলছে, গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রে গড়ে দৈনিক তিন হাজার তিনশ করে মানুষ করোনায় মারা যাচ্ছেন। যা গত নভেম্বরের মাঝামাঝি সময়ের থেকে ২১৭ শতাংশ বেশি। নতুন বছরের প্রথম ১৩ দিনে দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩০ লাখের বেশি মানুষের। যুক্তরাষ্ট্রে এ মুহুর্তে হাসপাতালে ভর্তি আছে ১৩ লাখের বেশি মানুষ। তবে আশা করা হচ্ছে ভ্যাকসিন কর্মসূচি চালু থাকলে আগামী জুন নাগাদ কমে আসবে করোনার প্রকোপ।
এদিকে ভারতে, কমে এসেছে করোনায় শনাক্ত ও মৃত্যুর হার। বুধবার দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছে দুইশ জন। শনাক্ত হয়েছে ১৭ হাজার মানুষ। যদিও এরই মধ্যে ভারতে করোনা শনাক্তের সংখ্যা দেড় কোটি ছাড়িয়েছে। মোট মৃত্যু দেড় লাখের বেশি।