ব্রিটেন ফেরতদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন ৪ দিন

বাংলাদেশ

ব্রিটেন ফেরত যাত্রীদের এখন থেকে ১৪ দিনের পরিবর্তে চার দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থাকতে হবে।

শুক্রবার থেকে এই নতুন নির্দেশ কার্যকর হবে।  বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

চারদিন পর যাত্রীদের করোনা পরীক্ষা করা হবে।  টেস্টের ফলাফল নেগেটিভ হলে তাদের ১০ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে।  তবে ফলাফল পজিটিভ হলে তাদের সরকার নির্ধারিত আইসোলেশন সেন্টারে রাখা হবে।  

এর আগে যুক্তরাজ্যে নতুন ধরনের করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় সেখান থেকে আসা যাত্রীদের জন্য ১৪ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।