ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তিন জয়ে ছন্দে ফেরার আভাস দিয়ে ফের হোঁচট খেয়েছে আর্সেনাল। বিবর্ণ পারফরম্যান্সে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে মিকেল আর্তেতার দল।
এমিরেটস স্টেডিয়ামে বৃহস্পতিবারের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। দলটির বিপক্ষে লিগে টানা পাঁচ ম্যাচে পয়েন্ট হারাল আর্সেনাল; চার ড্র ও এক হার।
বিরতির আগে ভালো দুটি সুযোগ পায় ক্রিস্টাল প্যালেস। ফ্রি-কিকে কাছ থেকে জেমস টমকিন্সের নেওয়া হেড ফেরে ক্রসবারে লেগে। পরক্ষণে ক্রিস্টিয়ান বেনটেকের হেড বাঁ দিকে ঝাঁপিয়ে ফেরান গোলরক্ষক বার্নড লেনো।
দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ গোলরক্ষককে কোনো পরীক্ষায়ই ফেলতে পারেনি স্বাগতিকরা। ৭৪তম মিনিটে কর্নারে বাইরে দিয়ে হেড নেন রব হোল্ডিং।
আর্সেনাল ১৮ ম্যাচে সাত জয় ও তিন ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে আছে। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে ১৩তম স্থানে ক্রিস্টাল প্যালেস।
১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড শীর্ষে, ৩৩ পয়েন্ট নিয়ে লিভারপুল দুইয়ে আছে। এক ম্যাচ কম খেলে ৩২ পয়েন্ট নিয়ে তিনে আছে ম্যানচেস্টার সিটি।