শঙ্কা কেটেছে ক্যারিবিয়ানদের। বৃহস্পতিবার প্রথম দিনের অনুশীলন শেষে ক্যাপ্টেন জেসন মোহাম্মদ জানান, বাংলাদেশের সঙ্গে সিরিজ জয়েই চোখ তাদের। তাই শেরেবাংলায় টেস্ট ও ওয়ানডে দল অনুশীলন সেরেছি আলাদা করে।
একদিন পিছিয়ে শুক্রবার অনুশীলনে নামবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। খবর ছিল তেমনই। কিন্তু তিন দিনের হোটেল বন্দি জীবন থেকে মুক্ত হতেই বোধহয় আর তর সইছিলো না উইন্ডিজদের।
বৃহস্পিতবার সকাল সকাল মিরপুরে হাজির খোলা বাতাসে দম নিতে। অফিসিয়াল ট্রেনিংয়ের প্রথম দিনটা হালকা পাতলা ফিজিক্যাল ট্রেনিং করার কথা থাকলেও বোলিং, ব্যাটিং, ফিল্ডিং তিনটাতেই নিজেদের ঝালিয়েছেন ওরা। টাইগারদের চ্যালেঞ্জ মোকাবেলায় যে পুরো প্রস্তুত হতে চায় জেসনরা।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অধিনায়ক জেসন মোহাম্মদ বলেন, বাংলাদেশ খুব ভাল দল এবং এটা সত্যি যে তারা সাদা বলের ক্রিকেট খুব ভালো খেলে। তবে আমরাও চ্যালেঞ্চ নিতে মুখিয়ে আছি। এই সিরিজে ভালো করতে হলে আমাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন সেকশানেই ভালো করতে হবে। আর ধারাবহিকতা ধরে রাখার কোন বিকল্প নাই।
আনাড়ি একটা টিম নিয়ে বাংলাদেশ সফরে এসে টেস্টের মতো ওয়ানডে ক্যাপ্টেনেরও আত্মবিশাসের বুলি। হবেই বা না কেন? স্বয়ং নিজে দেশের কিংবদন্তি ক্লাইভ লয়েড যে পেছনে থেকে দিচ্ছেন সাহস। খোলা চিঠিতে নিজের অভিষেকের গল্প শুনিয়ে অনুপ্রাণিত করছেন বাংলাদেশ সফররত আনকোরা উত্তরসূরিদের।
জেসন মোহাম্মদ আরো বলেন, তিনদিন হোটেলে আইসোরেশনে থাকাটা আসলেই কঠিন। কোলা বাতাসে ক্রিকেটের সংস্পর্শে এসে বেশ লাগছে। আমাদের টার্গেট একটাই ধারাবাহিক ভালো খেলে সিরিজটা জিতে নেয়া।
জেসন মোহাম্মদ ওডিআই ম্যাচ খেলেছে ২৮টা। দলনেতা এবারই প্রথম। যদিও নেতৃত্ব দেয়ার কাজটা নতুন নয়; করেছেন টি টোয়েন্টিতেও। সেই অভিজ্ঞতা আর নবীন সতীর্থদের উপর আস্থা রেখেই বাংলাদেশকে হারিয়ে দিতে চায় জেসন।