বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ২০ লাখ

আন্তর্জাতিক

বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃত্যু ছাড়াল ২০ লাখ, একদিনে মারা গেছে ১৫ হাজারের বেশি মানুষ। একদিনে ৭ লাখ ৪০ হাজারসহ মোট শনাক্ত ৯ কোটি ৩৫ লাখের বেশি।

ব্রাজিলে করোনার নতুন ধরন শনাক্ত হওয়ার পর দেশটিতে বেড়েছে আক্রান্ত রোগীর সংখ্যা। এতে দেশটির স্বাস্থ্যসেবা ভেঙে পড়ার দ্বারপ্রান্তে। হাসপাতালগুলোতে অক্সিজেনের সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। পরিস্থিতি নিযন্ত্রণে কোন কোন এলাকায় জারি করা হয়েছে রাত্রীকালীন কারফিউ।

এদিকে ব্রাজিলে নতুন ধরন শনাক্ত হওয়ায় দক্ষিণ আমেরিকার দেশগুলো থেকে প্রবেশ বন্ধ ঘোষণা করেছে যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার মধ্যেই চলছে গণ টিকাদান কর্মসূচি। এরইমধ্যে দেশটিতে এক কোটির বেশি মানুষ টিকা নিয়েছেন।

চীনে নতুন করে করোনার সংক্রমণ বাড়ায় ১২ গ্রামের ২০ হাজার মানুষকে কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছে।