একাত্তর টিভিকে সর্তক করে মামলা নিষ্পত্তি হাইকোর্টের

আইন ও কানুন

পি কে হালদার নিয়ে সংবাদ প্রচারের ইস্যুতে একাত্তর টিভিকে সর্তক করে বিষয়টি নিষ্পত্তি করে দিয়েছে হাইকোর্ট।

এর আগে কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগ নিয়ে পালিয়ে থাকা প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারের বক্তব্য ও সাক্ষাৎকার প্রচার করায় একাত্তর টিভি কর্তৃপক্ষের বক্তব্য জানতে চায় হাইকোর্ট।

একাত্তর টিভি কর্তৃপক্ষকে মৌখিক বা লিখিতভাবে বক্তব্য দিতে বলা হয়। দুদকের আইনজীবী বিষয়টি নজরে আনলে গত ৩০শে ডিসেম্বর আদালত পি কে হালদারসহ যে কোনো দণ্ডিত ও পলাতক আসামির বক্তব্য ও সাক্ষাৎকার প্রচার-সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করে।