করোনা: ফ্রান্সে আরো ১৫ দিনের কারফিউ

আন্তর্জাতিক

করোনাভাইরাস ঠেকাতে ফ্রান্সে নতুন করে কারফিউ জারি করা হয়েছে। সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটিতে স্থানীয় সময় শনিবার থেকে ১৫ দিনের কারফিউ থাকবে।

প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত এই কারফিউ চলবে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে পাঁচ কোটি মানুষকে টিকা দেয়ার পরিকল্পনা করেছে চীন।  

ব্রাজিলে টানা পাঁচদিন ধরে প্রতিদিন এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে। দেশটিতে মোট মৃত্যু দুই লাখ আট হাজার ছাড়িয়েছে। ব্রাজিলের সঙ্গে সব ফ্লাইট বন্ধ করেছে ইতালি।

ডেনমার্কে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে।করোনা নির্মূলে জরুরি ব্যবহারের জন্য অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন দিয়েছে পাকিস্তান।

এদিকে, সারাবিশ্বে করোনায় নতুন করে ১২ হাজার ৯শ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু ২০ লাখ ২৯ হাজারের বেশি। বিশ্বে শনাক্ত ৯ কোটি ৪৯ লাখ ছাড়িয়েছে।