ভারতে বাড়ছে গমের দাম, বাড়ছে আন্তর্জাতিক বাজারে রপ্তানিও

আন্তর্জাতিক

ভারতের বাজারে বেড়েই চলেছে গমের দাম। চলতি মাসের শুরুতে দেশটিতে প্রতি কুইন্টালে গমের দাম বেড়েছে গড়ে ২শ’ রুপি।

ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে ভারতীয় গমের চাহিদা বাড়ায় দাম বাড়ছে। 

রাশিয়া ও আর্জেন্টিনার বাজার থেকে চাহিদামত সরবরাহ না পাওয়ায় আন্তর্জাতিক ক্রেতারা ভারতমুখী হচ্ছেন। চলতি বছরের শুরুতে ভারতের উত্তর প্রদেশে প্রতি কুইন্টাল গম ১ হাজার ৫৭৫ রুপিতে বিক্রি হলেও তা এখন বেড়ে দাড়িয়েছে ১ হাজার ৭শ’ রুপিতে।  

দেশটির মধ্যপ্রদেশেও বাড়ছে গমের দাম। বছরের শুরুতে ১ কুইন্টাল গম ১ হাজার ৫০০ রুপিতে বিক্রি হলেও মধ্যপ্রদেশে এখন তা বিক্রি হচ্ছে ১ হাজার ৭১০ রুপিতে। ইন্দোরে এ কৃষিপণ্যের দাম কুইন্টালপ্রতি ১ হাজার ৭০০ থেকে বেড়ে বিক্রি হচ্ছে ১ হাজার ৮৫০ রুপিতে। সে হিসাবে গেল ১৫ দিনে ভারতের বাজারে গমের দাম বেড়েছে প্রতি কুইন্টালে সর্বোচ্চ ২১০ রুপি পর্যন্ত।

মার্কিন সংস্থা ইউএসডিএর এক প্রতিবেদনে দেখা যায়, ২০২০ সালে ভারত আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ১০ লাখ টন গম রফতানি করেছে। যা ২০১৯ সালের তুলনায় ৯৬ শতাংশ বেশি। ভারতের ইতিহাসে ২০১২ সালে সবচেয়ে বেশি ৬৮ লাখ ২৪ হাজার টন গম রফতানির রেকর্ড রয়েছে।