শেরপুরের নকলায় ট্রলির ধাক্কায় তানভির নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শিশুটির বাবা। আজ রবিবার দুপুরে উপজেলার জালালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল হালিম তার ছেলে তানভিরকে ঢাকায় পাঠানোর জন্য বাড়ী থেকে ভ্যানগাড়ীযোগে নকলা যাওয়ার পথে জালালপুর এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ট্রলি ভ্যানগাড়ীটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানগাড়ীর দুজনই গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানভিরকে মৃত ঘোষণা করেন এবং আব্দুল হালিমকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।