ষষ্ঠবারের মত উগান্ডার প্রেসিডেন্ট হলেন ইউয়েরি মুসেভেনি

আন্তর্জাতিক

ষষ্ঠবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট হলেন ৭৬ বছর বয়সী ইউয়েরি মুসেভেনি।

শনিবার দেশটির নির্বাচন কমিশনার জানান ৫৮ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন মুসেভেনি। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী ববি ওয়াইন পেয়েছেন ৩৪ দশমিক ৮ শতাংশ।

এদিকে, ৩৫ বছর ধরে দেশটির ক্ষমতায় থাকা মুসেভেনির জয়ের পর এই নির্বাচন প্রত্যাখ্যান করতে জনগণের প্রতি আহ্বান জানান প্রধান প্রতিদ্বন্দ্বী ববি। সেই সঙ্গে ভোট কারচুপির অভিযোগও আনেন তিনি। তবে তার এমন অভিযোগকে ভিত্তিহীন বলে জানায় নির্বাচন কমিশন। 

১৯৮৫ সাল থেকে প্রায় তিন যুগ ধরে দেশটির শাষণ ক্ষমতায় আছেন মুসেভেনি। বিশ্বের সবচেয়ে পুরোনো পাঁচ শাসকের মধ্যে ৭৫ বছর বয়সী মুসেভেনিও আছেন। কম্বোডিয়ার হুন সেন ছাড়া এই তালিকার বাকি চারজনই আফ্রিকার। তারা সবাই উগান্ডার পার্শ্ববর্তী দেশের।