সিরাজগঞ্জ সদর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত এবং ৬ নম্বর ওয়ার্ডে বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খান দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
সম্প্রতি তিনি বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক প্রার্থী ফল আটকে দিয়েছেন এমন খবর পেয়ে সেই কেন্দ্রে যান তরিকুল ইসলাম। এই ফলাফল নিয়ে দুই প্রার্থীর মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষ।
পরে তাকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তার মৃতদেহ সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।