১৮ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করলো বিসিবি

খেলাধুলা

অন্য দলগুলো বেশ আগেই ক্রিকেটে ফিরেছে। কিছুটা দেরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফিরছে বাংলাদেশ দল, শুরু করছে নতুন বছর। এই সিরিজকে সামনে রেখে ১৮ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে বিসিবি।

আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৮ সদস্যের এ দল ঘোষণার কথা জানায় বিসিবি।

আগামী ২০ ও ২২শে জানুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম দুটি ওয়ানডে। এরপর ২৫শে জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।

এর আগে গত ১০ জানুয়ারি বাংলাদেশ সফরে আসে ওয়েস্ট ইন্ডিজ দল। সফরে স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে সফরকারীরা।

বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, মাহেদী হাসান ও মুস্তাফিজুর রহমান।