ইভ্যালির সঙ্গে আকিজ গ্রুপের সমঝোতা স্মারক সই

বাংলাদেশ

অনলাইন মার্কেটপ্লেস ইভ্যালির সাথে ব্যবসায়িক সমঝোতা স্মারক সই করেছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী আকিজ গ্রুপ।

সোমবার রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আকিজ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ মোটর্সের পক্ষে প্রধান নির্বাহী শেখ আমিনুদ্দিন, জেনারেল ম্যানেজার ইফতেখার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইভ্যালির পক্ষ থেকে ছিলেন কো-ফাউন্ডার এবং চেয়ারম্যান শামীমা নাসরিন, ফাউন্ডার এবং সিইও মোহাম্মদ রাসেলসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই চুক্তির আওতায় আকিজ মোটর্সের বিভিন্ন মডেলের গাড়ি গ্রাহকরা সুলভ মূল্যে ইভ্যালির প্ল্যাটফর্ম থেকে কিনতে পারবেন।