ঘন কুয়াশার কারণে বন্ধ রয়েছে পাটুরিয়া-দৌলতদি এবং বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল। রবিবার রাত ১২টা থেকে এসব রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
ঘন কুয়াশায় মাঝ নদীতে আটকে আছে ৪টি ফেরি। বিআইডব্লিউটিসি জানায়, রাতে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় এসব ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
এদিকে ঘাট এলাকায় প্রায় ৫ শতাধিক যানবাহন পাড়ের অপেক্ষায় রয়েছে। অন্যদিকে, ঘন কুয়াশায় বন্ধ রয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল । ফলে উভয় ঘাটে দুর্ভোগে রয়েছে যাত্রী ও চালক।
বিআইডব্লিউটিসি জানায়, কুয়াশার ঘনত্ব কমে আসলে আবার ফেরি চলাচল শুরু করা হবে। এছাড়া একই কারণে বন্ধ রয়েছে শিমুলিয়া বাংলাবাজার নৌরুটের ফেরি চলাচল।