দেশে ১৫ কোটি ডোজ ভ্যাকসিন সংরক্ষণ করা যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার রাজধানীর একটি হোটেলে স্বাস্থ্য বুলেটিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা জানান তিনি। এ সময় তিনি ভ্যাকসিন নিয়ে ষড়যন্ত্রে কান না দেয়ারও আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
সরকার করোনা সফলভাবে নিয়ন্ত্রণ করেছে দাবি করে মন্ত্রী বলেন, ভ্যাকসিন বিতরণেও স্বাস্থ্য বিভাগ সফল হবে। দেশের হাসপাতালগুলোয় করোনা রোগীদের জন্য ৮০ ভাগ শয্যা ও ৬০ ভাগ আইসিইউ শয্যা এখনো খালি রয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।