মধ্য ফেব্রয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৫ লাখ ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন দায়িত্ব নিতে যাওয়া বাইডেন প্রশাসনের এক স্বাস্থ্য কর্মকর্তা।
ড. রোশেল ওয়ালেনস্কি মার্কিন রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ দপ্তরের প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।
যুক্তরাষ্ট্রে গেল একদিনে করোনা সংক্রমণে ১৮শ ৮ জনের মৃত্যু হয়েছে। এতে দেশটিতে করোনায় মোট প্রাণহানি ৪ লাখ ৭ হাজারের বেশি। ২৪ ঘণ্টায় ১ লাখ ৭১ হাজার ৬শরও বেশি শনাক্তে এখন পর্যন্ত শনাক্ত ২ কোটি ৪৪ লাখ ৭৯ হাজার ছাড়িয়েছে।
আর ভারতে একদিনে ১৪৫ জন মারা গেছে কোভিড-১৯ সংক্রমণে। এতে মোট মৃত্যু প্রায় ১ লাখ ৫২ হাজার ৫শ । নতুন ১৪ হাজার শনাক্তে মোট শনাক্ত ১ কোটি ৫ লাখ ৭২ হাজারের বেশি। ব্রিটেনে নতুন ৬৭১ জন মারা গেছে ভাইরাস সংক্রমণে।
বিশ্বে একদিনে ৯ হাজার ১৫১ জনের মৃত্যুতে মোট মৃত্যু ২০ লাখ ৩৯ হাজারের বেশি ।