রাজধানীতে ইয়াবাসহ দুই নারী আটক

বাংলাদেশ

রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কামরাঙ্গীরচর থানা পুলিশ।

আটককৃতরা হলেন- লায়লাতুন নাহার সালমা ও মোসা. তারানা বেগম।

রোববার (১৭ই জানুয়ারি) সন্ধ্যায় কামরাঙ্গীরচর থানার ব্যাটারিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় আটকদের কাছ থেকে ১ হাজার ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটারিঘাট রূপনগর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই নারীকে আটক করা হয়েছে।

এ সময় আটক সালমার কাছ থেকে ১ হাজার ৩০ পিস ইয়াবা ও তারানার কাছ থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছছে।

আটকদের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে কামরাঙ্গীরচর থানার একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান ওসি।