শিরোপা লড়াইয়ে রাত ২টায় মুখোমুখি হবে বার্সেলোনা-অ্যাথিলেটিক বিলবাও।
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আজ মুখোমুখি হবে বার্সেলোনা ও অ্যাথলেটিক বিলবাও। সেভিয়ায় ম্যাচ শুরু হবে রাত দুইটায়। রিয়াল মাদ্রিদের বিপক্ষে দাপুটে ফুটবল খেলে শিরোপা লড়াইয়ে আসে দ্যা লায়ন্সের বিপক্ষে আজও অনিশ্চিত বার্সা ক্যাপ্টেন লিয়োনেল মেসির।
স্প্যানিশ সুপার কাপ ঘন্টা মিনিট সেকেন্ড ধরে সময় বয়ে চলেলেছে সেভিয়ার এস্তাদিয়ো অলিম্পিকোতে। ৪০ বছরের ঐতিহ্যে ঠাসা ফুটবল মহারণের ৩৭তম ট্রফি ফাইট। বার্সেলোনার মুখোমুখি জায়ান্ট কিলার অ্যাথলেটিক বিলবাও।

বার্সা-অ্যালথটিক ক্লাসিকো। ১৯৮৩ থেকে ২০১৮ মাঝে তেরোটা শিরোপা বার্সার। আন লাকি থার্টিনে আটকে থাকা কাতালানদের হাসফাস, ১৪তম শিরোপা ঘরে তুলতে হলে উড়িয়ে দিতে হবে দ্যা লায়ন্সকে।
১৯৮৪ আর ২০১৫ শিরোপ উল্লাসে ভেসেছিলো অ্যাথলেটিক বিলবাও, পাশপাশি স্বপ্ন ভাঙার বছর ১৯৮৩ আর ২০০৯, রানার্সআপের ক্ষত নিয়ে ফিরতে হয়েছে ঘরে।
এপর্যন্ত সুপার কোপায় বার্সা-অ্যালথটিক ক্লাসিকো সংখ্যা ছয়। পাল্লাভারী বার্সলোনার দিকেই, ৩ ম্যাচ জেতা কাতালানদের বিপরিতে অ্যাথলেটিক বিলবাওয়ের জয় দুই। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এই দই দলের লড়াই হয়েছে ২২৯ বার, বার্সেলোনার ১১৫ জয়ের বিপরিতে অ্যাথলেটিক বিলবাও জিতেছে ৭৬ ম্যাচ, ড্র ৩৮টা।

বার্সায় চলছে ইনজুরি উৎব, জেরার্ড পিকে, রাইজিং স্টার আনসু ফাতি, সার্জিও রবার্তোদের সাথে সদ্য যোগ হওয়া লিয়োনেল মেসি, বার্সা ক্যাপ্টেনের খেলা নিয়ে বস রোনাল্ড কোম্যানের সাফ কথা চোট সমালে খেলার জন্য সিদ্ধন্তিটা মেসিকেই নিতে হবে।
অপনেন্ট ইলেভেনে মেসির নাথাকাটা নি:সন্দেহে সুখবর অ্যাথলেটিক বস মার্সেলিনোর। দলে নেই নামী তারকা তাই রাউল গার্সিয়া নিকো উইলিয়ামসদের কাধে কাধ রেখে টিম গেইম খেলানোর পরিকল্পনা বিলবাও বসের। সেই কাজটা ঠিকঠাক করা গেলে সফল হতেই পারে আরো একটা জায়ান্ট কিলিং মিশন।