হবিগঞ্জের মাধবপুর পৌরসভায় নৌকার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

বাংলাদেশ

হবিগঞ্জের মাধবপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর জামানত হারানোর কারণ মনোনয়নে ভুল।

দলটির স্থানীয়রা নেতারা বলছেন, তৃণমূলের দাবি উপেক্ষা করে প্রার্থী মনোনয়ন দেয়ায় খেসারত দিতে হল দলকে।    

আওয়ামী লীগ এলাকা বলে পরিচিত হবিগঞ্জ জেলা। ১৯৯৭ সাল পৌরসভা গঠনের পর থেকে প্রত্যেকবারাই মাধবপুর জয় পায় আওয়ামী লীগের প্রার্থী।

কিন্তু এ বছর দ্বিতীয় দফা পৌরসভা নির্বাচনে  দল মনোনীত নৌকার প্রার্থীকে হারাতে হয়েছে জামানত।

বিজয়ী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান মানিক পেয়েছেন ৫ হাজার ৩১ ভোট। অন্যদিকে, জামানত হারানো আওয়ামী লীগ প্রার্থী শ্রীধাম দাশ গুপ্ত পেয়েছেন মাত্র ৬০৮ ভোট। আওয়ামী লীগের বিদ্রোহী আছেন দ্বিতীয় অবস্থানে।

তৃণমূলের দাবি উপেক্ষা করে অজনপ্রিয় ব্যক্তিকে মনোনয়ন দেয়ায় নির্বাচনে ভরাডুবি বলে জানান নেতারা।

হবিগঞ্জ মাধবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি শাহ মোহাম্মদ সেলিম বলেন, যদি ভবিষতে যাচাই বাছাই করে দেয়, তাহলে আওয়ামী লীগ এখানে ১০০ ভাগ সবসময় জয়যুক্ত হবে।

হবিগঞ্জ মাধবপুর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মাসুদুর রহমাস মাসুম জানান, ভরা ডুবির একমাত্র কারন নৌকা যে প্রতিকটা সঠিক জায়গায় পরেনাই। নৌকার যে কর্মী আছে, দলীয় যে সংগঠন আছে ওনাদের সাথে সঠিকভাবে উনি যোগাযোগ করেনাই।

হবিগঞ্জ মাধবপুর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর হোসেন টিপু জানান, যে প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়েছে সে মূলত পৌর এলাকার কোন লোক না। এই করনে মাধবপুর পৌরবাসী তাকে ভালকরে চিনে না, জানে না।

নির্বাচন কর্মকর্তা জানান, মোট কাস্টিং ভোটের ৮ ভাগের এক ভাগের কম ভোট পেলে যেকোনো প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সে হিসেবে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে শ্রীধাম দাশগুপ্তের জামানত বাজেয়াপ্ত হয়েছে।