২ হাজার কোটি টাকা পাচারের মামলায় আনোয়ার হোসেন আবুর জামিন

আইন ও কানুন

দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় ফরিদপুরের আনোয়ার হোসেন আবুকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট।

কেন তাকে স্থায়ী জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে উচ্চ আদালত। সোমবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে রুবেল ও বরকতকে গ্রেপ্তার দেখায় সিআইডি পুলিশ। এই মামলায় পরে আনোয়ার হোসেন আবুকে আটক করা হয়। নিম্ন আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করে আসামি।