এইচএসসির ফল প্রকাশে শিক্ষা বোর্ড আইনের সংশোধনী বিল সংসদে উত্থাপন

আইন ও কানুন

বিশেষ পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড আইনের সংশোধনী বিল, সংসদে উত্থাপন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

দুইদিনের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে রিপোর্ট পাঠানোর প্রস্তাব গৃহীত হয়। মঙ্গলবার একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশনের দ্বিতীয় দিনে, শিক্ষামন্ত্রী জানান, বিল পাশ হলেই এইচএসসির ফল প্রকাশ করা হবে।

ডা. দিপু মনি আরও বলেন,’এইচএসসির ফলাফলের জন্য শিক্ষার্থী অভিভাবক সবাই অপেক্ষা করছেন। আমাদের ফলাফল প্রস্তুতও আছে। আমাদের আইনে যেহেতু পরীক্ষা গ্রহণ পূর্বক ফলাফল প্রকাশের বিষয়টি ছিলো এবং এবার যেহেতু বৈশ্বিক সঙ্কটের কারণে সেই পরীক্ষা নেয়া সম্ভভ হয়নি,আমরা বিকল্প একটি পদ্ধতিতে আগের দুটি পাবলিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এই পরীক্ষার ফলাফল দিত যাচ্ছি। সেই কারণে আমাদে বর্তমান আইনটি সংসোধন করবার প্রয়োজন দেখা দেয়। যদি সংসদ পাশ করে, তারপর আমরা দ্রুততার সঙ্গে ফলাফল প্রকাশ করবো।’