‘করোনা টিকা পাওয়ার যোগ্যদের তালিকা প্রণয়ন হচ্ছে’

বাংলাদেশ

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেছেন, প্রথম পর্যায়ে অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, বৃদ্ধ এবং ১৮ বছরের শিশুদের করোনার টিকা দেয়া হবে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি), গাজীপুরের গাছাতে সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

এসময় জাহাঙ্গীর আলম বলেন, সরকার বিনামূল্যে কোভিড-১৯ এর টিকা জনগণকে দেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী গাজীপুর সিটি করপোরেশন ৫৭টি ওয়ার্ডে অগ্রাধিকার ভিত্তিতে এ টিকা পাওয়ার তালিকা প্রণয়ন করেছে। এ লক্ষ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডে অগ্রাধিকার ভিত্তিতে যারা এটিকে পাওয়ার যোগ্য তাদের তালিকা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টা এই সেবা খোলা থাকবে। এলাকাবাসীকে তাদের নিজ নিজ নাম অন্তর্ভুক্ত করার জন্য আহ্বান জানানো হচ্ছে।