করোনা ঠেকাতে যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল বাইডেনের

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপ এবং ব্রাজিলফেরতদের যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দিলেও তা কার্যকর করবেন না নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। 

তিনি জানান, স্বাস্থ্য উপদেষ্টাদের পরামর্শে করোনা ঠেকাতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখবেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে, স্থানীয় সময় সোমবার ইউরোপের বেশিরভাগ অঞ্চল এবং ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। 

আগামী ২৬শে জানুয়ারি থেকে এই ঘোষণা কার্যকর হওয়ার কথা রয়েছে।

এদিকে, ক্যাপিটল হিলে গত ৬ই জানুয়ারির দাঙ্গার সময় হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি’র চুরি হওয়া ল্যাপটপটি রাশিয়ার গোয়েন্দা সংস্থার কাছে বিক্রির চেষ্টা করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে এফবিআই।

এর আগে স্থানীয় সময় সোমবার ক্যাপিটল হিলের কাছে আগুনের ঘটনায় লকডাউনের এক ঘণ্টা পর তা আবার তুলে নেয়া হয়।