বিশ্বে করোনা ভাইরাসে একদিনে মৃত্যু হয়েছে নয় হাজার ২৫ জনের, শনাক্ত হয়েছে ৪ লাখ ৬৮ হাজার নয়শ ছয় জন।
এ নিয়ে এখন পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু হয়েছে ২০ লাখ ৪৮ হাজার ৪৮৯ জনের। মোট শনাক্ত হয়েছে নয় কোটি ৫৯ লাখ ৮৯ হাজার ৭৮১ জন। টিকাদান কর্মসূচী চললেও যুক্তরাষ্ট্রে মৃত্যু এখনও হাজারের উপরে।
একদিনে যুক্তরাষ্ট্রে ১ হাজার ৪১৭ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ১ লাখ ৪১ হাজার ৮২১ জন। দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ৩০ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।
ভারতে প্রথম তিন দিনে করোনা ভ্যাকসিন নিয়েছে তিন লাখের বেশি মানুষ। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনা ভাইরাসের নতুন ধরণটি ৫০ শতাংশ বেশি সংক্রামক।
করোনা মহামারীর শুরুর দিকে এটি প্রতিরোধ করতে ভুল সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও চীন- এমনটিই জানিয়েছে তদন্তকারী দল।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।