কেডিএস গ্রুপের করা ২৮টি মিথ্যা মামলা থেকে মুক্তি চান প্রতিষ্ঠানটির সাবেক নির্বাহী পরিচালক মুনির হোসেন খান।
মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মুনির হোসেন বলেন, ২০১৮ সালে কেডিএস গ্রুপ ছাড়ার সময় প্রতিষ্ঠানটির রোষানলে পড়তে হয় তাকে। এ সময় তার বিরুদ্ধে ২৮টি মিথ্যা মামলা করা হয়। এতে নানাভাবে তার এবং পরিবারের সম্মানহানি করে যাচ্ছে কেডিএস গ্রুপ।
প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।