‘ক্রিকেট বাঁচাও, ময়মনসিংহের ক্রিকেট বাঁচাও’

খেলাধুলা

মুজিববর্ষে ময়মনসিংহে ক্রিকেট লীগ নেই কেন? এমন প্রশ্ন ব্যানারে লিখে ‘ক্রিকেট বাঁচাও, ময়মনসিংহের ক্রিকেট বাঁচাও’ স্লোগান নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচী পালন করেছে সকল শ্রেণির ক্রিকেট খেলোয়ার ও অনুরাগীরা।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে, সার্কিট হাউজ মাঠে মানববন্ধন শেষে মিছিল সহকারে সিটি করপোরেশন কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন শাপলা ক্রিড়া চক্রের সাংগঠনিক সম্পাদক ফারুক খান পাঠান, কোচ হাবিবুর রহমান অলক, ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতের ছোট ভাই মুনসহ বিভিন্ন শ্রেণির ক্রিকেটাররা।

পরে ক্রিকেট খেলোয়ার ও ক্রিকেট অনুরাগীরা সিটি মেয়র ইকরামুল হক টিটুর সঙ্গে সাক্ষাৎ করলে মেয়র সংশ্লিষ্টদের সাথে কথা বলে শিগগিরই এই সমস্যা নিরসনের আশ্বাস দেন।