জাপানে তীব্র তুষারঝড়ে নিহত এক, আহত ১০

আন্তর্জাতিক

তীব্র তুষার ঝড়ে জাপানে একজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ১০ জন।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে, উত্তর জাপানের মিয়াঙ্গিতে ১০০ কি.মি. বেগে আঘাত হানে ঝড়টি। এতে ওই অঞ্চলের তোহোকু মহাসড়কে ১৩০টি গাড়ি এবং দুই শতাধিক মানুষ আটকে আছে বলে জানিয়েছে জাপানের সংবাদ মাধ্যম এনএইচকে। আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দল।

এদিকে, তীব্র তুষার ঝড়ের কারণে বন্ধ করা হয়েছে উচ্চগতির ট্রেনের বেশ কয়েকটি রুট। যান চলাচলের গতি সীমিত রাখতে বলা হয়েছে। বিরুপ আবওহাওয়ার কারণে দেশটির প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগা সকল জরুরি বৈঠক বন্ধ ঘোষণা করেছেন এবং জনগণকে নিরাপদে থাকার নির্দেশ দিয়েছেন।