করোনার টিকা পাওয়ার ক্ষেত্রে অসম নীতির কারণে বিপর্যয়কর পরিস্থিতির দ্বারপ্রান্তে বিশ্ব। এমনটাই মনে করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানম গেব্রিয়েসাস।
সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থার নির্বাহী বোর্ডের বৈঠকে তিনি পরিস্থিতি খারাপ দিকে যাওয়ার আগেই বিশ্বের ধনী দেশগুলোকে সতর্ক হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, দরিদ্র দেশগুলোতে করোনা ঝুঁকিতে থাকা মানুষের আগেই ধনী দেশের কম বয়সী ও স্বাস্থাবানদের টিকা পাওয়া মোটেই ভালো বিষয় নয়। এছাড়া নিম্ন ও মধ্য আয়ের দেশগুলো এখনো করোনার টিকা পায়নি বলেও জানান তেদরোস।
বিশ্বের শক্তিধর দেশগুলোর এমন কর্মকাণ্ড মহামারিকালকে দীর্ঘায়িত করবে বলেও আশঙ্কা করেন তিনি। এছাড়া টিকার ন্যায্য বন্টন নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উন্নত রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান তিনি।