প্রিমিয়ার লিগ ফুটবলে দুইয়ে দুই বসুন্ধরা কিংস। আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে পুলিশ এফসিকে ২-১ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে ব্রুজনের শিষ্যরা। দুটি গোলই আসে ব্রাজিলের রবিনহোর পা থেকে।
একদিকে শেষ ছয় ম্যাচ জিতে ফর্মের তুঙ্গে থাকা বসুন্ধরা কিংস, অন্যদিকে পাঁচ ম্যাচে জয়হীন বাংলাদেশ পুলিশ। দুদলের পার্থক্যটা পরিসংখ্যানই বলে দিচ্ছে।
পরিষ্কার ফেভারিট বসুন্ধরা গোল দিতে তাই সময়ও নিলো না খুব বেশি। ১৫ মিনিটেই দারুন প্লেসমেন্ট শটে দলকে এগিয়ে দেন নতুন রিক্রুট ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রবিনহো। হাফ টাইমের যখন বাকি মিনিট তিনেক, তখন পুলিশকে সমতায় ফেরায় আইভরি কোস্টের টওরে।
তবে পুলিশের উদযাপন টেকেনি বেশিক্ষণ। হাফ টাইমের বাশি বাজার ঠিক আগ মুহূর্তে দূর পাল্লার শটে দলকে আবার এগিয়ে দেন রবিনহো।
হাফ টাইমের পর আর ঘুরেই দাঁড়াতে পারেনি পুলিশ। বসুন্ধরার বেশ কিছু শট ওদের গোলরক্ষক দৃড়তার সাথে ফেরালে ২-১ এই শেষ হ্য় ম্যাচ।
এদিকে, দিনের দ্বিতীয় ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে ঢাকা আবাহনী।