বাহ্মনবাড়িয়ায় ভাতিজার সাথে ঝগড়ার জেরে ভাবিকে নির্যাতন

সকল জেলা

ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ বিষয় নিয়ে ভাতিজার সাথে ঝগড়ার জেরে ভাবিকে হাত-পা বেঁধে নির্যাতন করেছে দেবর।

স্থানীয়রা জানায়, কয়েক মাস আগে শান্তার ছোট ছেলের সঙ্গে তার আপন চাচা হুমায়ূন মিয়ার ঝগড়া হয়।  এ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনাও ঘটলে হুমায়ূনের বিরুদ্ধে মামলা দায়ের করেন শান্তার পরিবার।

তবে মামলাটি তুলে নিতে চাপ দিচ্ছিলেন হুমায়ূন।  এর জেরে রবিবার সন্ধ্যায় শান্তা ডাক্তার দেখাতে যাওয়ার সময় তাঁর পথরোধ করেন হুমায়ূন ও তার সহযোগীরা।  পরে শান্তার হাত-পা বেঁধে ব্লেড দিয়ে খুচিয়ে রক্তাক্ত করা হয় শান্তাকে।

এ সময় শান্তার চিৎকার শুনে পরিবারের লোকজন আসলে হুমায়ূন ও তাঁর ঘটনাস্থল থেকে সহযোগীরা পালিয়ে যান।  পরে তাকে উদ্ধার করে হাসপতালে ভর্তি করা হয়।