বীর মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ করা মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির প্রধান চ্যালেঞ্জ

বাংলাদেশ

বহু ধারায় বিভক্ত বীর মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ করা মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির প্রধান চ্যালেঞ্জ হবে বলে জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ।

আজ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু এভিনিউতে মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির প্রথম সাধারণ সভায় এ কথা বলেন ওবায়দুল কাদের।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার পর মুক্তিযোদ্ধারা নানান ধারায় বিভক্ত হয়ে গেছেন। তাদের ঐক্যবদ্ধ করে এক ছাদের নিচে আনতে হবে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের উদ্দেশ্যে কাদের বলেন, দলীয় শৃঙ্খলা না মানলে খারাপ পরিণতি ভোগ করতে হবে।