সিনেট থেকে পদত্যাগ করেছেন কমলা হ্যারিস

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সিনেট থেকে পদত্যগ করেছেন।

সোমবার (১৮ জানুয়ারি) ক্যালিফোর্নিয়ার গর্ভনর গ্যাভিন নিউজমের কাছে পদত্যাগ পত্র জমা দেন তিনি। ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের আগের দিন সিনেটর পদ থেকে পদত্যাগ করলেন হ্যারিস। সিনেটে হ্যারিসের পদে স্থলাভিষিক্ত হবেন ক্যালিফোর্নিয়ার সেক্রেটারি অ্যালেক্স প্যাডিলা।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে সিনেটর হিসেবে নির্বাচিত হয়েছিলেন কমলা হ্যারিস। সদ্য সমাপ্ত নির্বাচনে প্রথম নারী এবং কৃষ্ণাঙ্গ হিসেবে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন তিনি।

গত ১১ আগস্ট প্রেসিডেন্ট নির্বাচনে রানিংমেট বা ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেন জো বাইডেন। সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে আলোচনায় নতুন করে উঠে আসেন তিনি। তিনিই প্রথম আফ্রিকান-আমেরিকান এবং একই সঙ্গে ভারতীয় বংশোদ্ভূত।

২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত দুই মেয়াদে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন কমলা। ক্যালিফোর্নিয়ায় অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যাপক পরিচিতি পাওয়ার পর ২০১৬ সালের নভেম্বরে কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রে সিনেটর পদে নির্বাচন করেন এবং পরাজিত করেন লরেটা সানচেজকে।  এর মধ্য দিয়ে তিনি ক্যালিফোর্নিয়ার তৃতীয় নারী সিনেটর হন। একই সঙ্গে এর মধ্য দিয়ে তিনি আফ্রিকান-আমেরিকান নারী এবং প্রথম সাউথ এশিয়ান-আমেরিকান হিসেবে সিনেটে দায়িত্ব পালন করেন।