অচলপ্রায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ

বাংলাদেশ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ প্রায় অচল; রাত ও সকালের বেশিরভাগ সময়ই বন্ধ থাকছে ফেরি।  

গত চারদিনে শতশত যানবাহন পারাপারের অপেক্ষায়। পারাপারে বাস ও পচনশীল দ্রব্যের ট্রাক অগ্রাধিকার পেলেও অন্যান্য যানবাহনের অপেক্ষায় থাকতে হচ্ছে তিনদিন।

ঘন কুয়াশায় ঘণ্টার পর ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকছে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। প্রতিদিন এই নৌপথ দিয়ে প্রায় সাড়ে ৩ হাজার গাড়ি পারাপার হয়; কিন্তু ফেরি বন্ধ থাকায় সেটি অর্ধেকে নেমে এসেছে। কাজে আসছে না ফেরিতে লাগানো কোটি টাকার ফগলাইট। ফলে চরম দুর্ভোগে যাত্রী ও চালকদের।

ঢাকা-খুলনা মহাসড়কের যানজট রোধে গোয়ালন্দ মোড় এলাকায় অপচনশীল দ্রব্যের ট্রাকগুলোকে আটকে দিচ্ছে পুলিশ। আর অগ্রাধিকার ভিত্তিতে অ্যাম্বুলেন্স, বাস ও পচনশীল দ্রব্যের গাড়িগুলোকে পার করা হচ্ছে। এ কারণে তিনদিন পর্যন্ত ফেরীর জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে অপচনশীল দ্রব্যের ট্রাকগুলোকে।  

রাতে ঘাট এলাকায় পর্যাপ্ত আলো না থাকায় মাঝে মাঝেই ঘটছে চুরি ও ছিনতাইয়ের ঘটনাও।

কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে ইঞ্জিনচালিত ট্রলার চলাচল বন্ধের পাশাপাশি ঘাট এলাকায় টহল জোরদার করেছে দৌলতদিয়া নৌ পুলিশ- জানিয়েছেন  দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মোহাম্মদ ইসহাস হোসেন

প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে ১৬টি ফেরি পর্যাপ্ত ছিলো। তবে বর্তমানে ফেরি বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই বলে জানান দৌলতদিয়া নৌবন্দর বিআইডব্লিউটিসি’র সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ খোরশেদ আলম।