সকাল সাড়ে এগারোটায় শতাধিক শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর হাই, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, সহকারী শিক্ষা অফিসার রিয়াজুল ইসলাম, ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশীদ হারুন, শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার সুপারেন্টেন শাহনুর আলম, সাবেক ছিটমহল নেতা আলতাফ হোসেন সহ আরো অনেকে বিতরণকালে উপস্থিত ছিলেন।
বর্তমান সুপার শাহানুর আলম থাকার পরেও সাবেক সুপার আমিনুল ইসলাম নিজেকে বর্তমান সুপার দাবি করায় জটিলতার সৃষ্টি হওয়ায় সঠিক সময়ে বই পায়নি শিক্ষার্থীরা।
বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় নিত্য নতুন শিক্ষক নিয়োগ বানিজ্য নিয়ে এ রকম সমস্যার সৃষ্টি হয়ছে বলে মনে করে অত্র এলাকার সমাজ সচেতন নাগরিকেরা।

ছিটমহল মুক্তির অগ্রদূত মমতাময়ী নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মায়ের নামের শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শিক্ষক নিয়োগ বানিজ্যে নিজের ক্ষমতা প্রর্দশনে ও ভিন্ন ভিন্ন প্রচার প্রচারনায় দাসিয়ারছড়া বাসির পক্ষে নিন্দা ও প্রতিবাদ জানায়।