গাছবোঝাই টমটম উল্টে পুত্র নিহত, পিতা আহত

সকল জেলা

পটুয়াখালীর মহিপুরে গাছ বোঝাই টমটম উল্টে বাবুল (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই শিশুর পিতা রুহুল আমিন।

বুধবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় সদর ইউনিয়নের নজিশিববাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে রুহুল আমিন ও তার পুত্র বাবুল মোয়াজ্জেমপুর গ্রামের নিজ বাড়ি থেকে বেশ কিছু গাছ নিয়ে টমটম (থ্রি হুইলার) যোগে মহিপুরে যাচ্ছিলো। এসময় নিজশিববাড়িয়া মুলাম সংলগ্ন এলাকায় পৌঁছালে টমটমটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাবুলের মৃত্যু হয়। স্থানীয়রা তাৎক্ষনিক রুহুল আমিনকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। এলাকাবাসীর দাবি বেশ কয়েক বছর ধরে সড়কের ভগ্নদশায় এ দুর্ঘটনা ঘটেছে।

মহিপুর থানার (ওসি) মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।