জো বাইডেনের শপথে বসছে তারকাদের মেলা

আন্তর্জাতিক

আজ বিদায় নিচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে আলোচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আর শপথ নিচ্ছেন জো বাইডেন। নবনির্বাচিত মার্কিন এই প্রেসিডেন্টের অভিষেক ঘিরে সৃষ্টি হতে যাচ্ছে তারকাদের মিলনমেলা। ‘সেলিব্রেটিং আমেরিকা’ শীরনামে ৯০ মিনিটের একটি টেলিভিশন অনুষ্ঠান আয়োজন করছে প্রেসিডেনশিয়াল ইনোগুরাল কমিটি।

জো বাইডেনের অভিষেককে স্মরণীয় করে রাখতে এই আয়োজন।

‘সেলিব্রেটিং আমেরিকা’ বিশেষ অনুষ্ঠানটি সঞ্চালন করবেন সুপার স্টার টম হ্যাঙ্কস। ফাইভ হান্ড্রেড মাইলের গায়ক মার্কিন সংগীত তারকা জাস্টিন টিম্বারলেক শুরুতেই সঙ্গীত পরিবেশনে করবেন।

একে একে স্টেইজ মাতাবেন গায়ক জন বন জোভি, গায়িকা-অভিনেত্রী ডেমি লোভাটো ও অ্যান্ট ক্লেমন্সের মতো তারকারা। বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠানে আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করবেন পপ তারকা লেডি গাগা এবং হলিউড তারকা জেনিফার লোপেজ।

আয়োজনটি সরাসরি সম্প্রচার করা হবে এবিসি, সিবিএস, সিএনন, এনবিসি ও এমএসএনবিসিতে। ফেসবুক, ইউটিউব, টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমেও সরাসরি সম্প্রচারিত হবে অনুষ্ঠানটি।

যুক্তরাষ্ট্র স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে ‘সেলিব্রেটিং আমেরিকা’।