দুই মাস পর জনসম্মুখে জ্যাক মা

আন্তর্জাতিক

দীর্ঘদিন অন্তরালে থাকার পর আলিবাবার সহ-প্রতিষ্ঠাতা জ্যাক মাকে দেখা গেছে জনসম্মুখে। চীনে উদ্যোক্তাদের একটি সম্মেলনে অংশগ্রহন করতে দেখা যায় এই টেক জায়ান্টকে।

বুধবার চীনা গণমাধ্যম তিয়ানমু এ তথ্য নিশ্চিত করে। চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবা ও অ্যান্ট গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মা দুই মাসের ও বেশি সময় ধরে লোকচক্ষুর অন্তরালে ছিলেন। ফলে তিনি নিঁখোজ হয়েছেন বলে গুজব রটেছিল।

জ্যাক মাকে সর্বশেষ দেখা গিয়েছিল গত বছরের অক্টোবরে সাংহাইয়ে অনুষ্ঠিত একটি সম্মেলনে। ওই অনুষ্ঠানে চীনা নিয়ন্ত্রক সংস্থার সমালোচনা করার পরই সরকারের তোপের মুখে পড়ে আলিবাবা এবং অ্যান্ট গ্রুপ।