যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন কমলা

আন্তর্জাতিক

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট, প্রথম কৃষ্ণাঙ্গ নারী ও প্রথম দক্ষিণ এশিয়ান আমেরিকান হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন কমলা হ্যারিস। ২০শে জানুয়ারি ৪৯তম ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন কমলা।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবার স্বপ্ন দেখেছিলেন। চেয়েছিলেন ইতিহাস গড়তে। কিন্তু প্রেসিডেন্ট পদে প্রার্থী হবার দৌড়ে ছিটকে পড়েন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস।

তবে প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন মনোনয়ন পাবার পরই রানিং মেট হিসেবে বেছে নেন কমলা হ্যারিসকে। এতে নতুন করে ইতিহাসে নাম লেখানোর সুযোগ পেয়ে যান কমলা। 

৫৬ বছর বয়সী কমলার জন্ম ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে। মা ভারতীয়, বাবা জ্যামাইকান। ভারতীয়-বংশোদ্ভূত কমলাকে বেছে নেয়ার পর থেকেই নির্বাচন ঘিরে ভারতীয়দের আগ্রহ বেড়ে যায় কয়েক গুণ। এমনকি কমলার জয়ের জন্য ভারতে তার নানা বাড়ির গ্রামে পূজা হয়। 

২০১০ এবং ২০১৪ সালে দু’দফা ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল হিসেবে নির্বাচিত হন কমলা হ্যারিস। পরে ২০১৭ সালে প্রথমবারের মত সিনেটর হিসেবে দায়িত্ব নেন কমলা। ৩রা নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে জয়লাভ করেন কমলা।