যুবলীগ নেতা হত্যা মামলায় কিশোর গ্যাং নেতাসহ ৫ আসামি কারাগারে

আইন ও কানুন

চট্টগ্রামে যুবলীগ নেতা মারুফ হত্যা মামলায় কিশোর গ্যাং নেতা টিপুসহ পাঁচ আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার দুপুরে, মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ আদেশ দেন। উচ্চ আদালতের জামিন শেষে সকালে আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করে। শুনানি শেষে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।  

আসামিরা হলেন মাহবুবুল আলম প্রকাশ ইয়াবা মাহবুব, ফয়সাল খান, রাব্বি ও শাহেদুল ইসলাম সাহেদ। এদের মধ্যে সাহেদ আজগর আলী বাবুল সর্দার হত্যা মামলার আসামি। এনিয়ে মিন্টু হত্যা মামলায় এখন পর্যন্ত ৬ জন কারাগারে রয়েছে।

গত ১২ই নভেম্বর আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগ নেতা মারুফকে পিটিয়ে আহত করা হয়। দুইদিন পর চিকিৎসাধীণ অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে সাতজনকে আসামি করে ডবলমুরিং থানায় হত্যা মামলা দায়ের করে। পরে এ মামলার প্রধান আসামি রমজান আলীকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ। এখনো পলাতক রয়েছে একজন।