মাঘের শীতে কাঁপছে দেশের বেশিরভাগ জনপদ। শীত জেঁকে বসায় বাড়ছে ঠান্ডাজনিত রোগ। দুর্ভোগে স্বল্প আয়ের মানুষ।
কাজ না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরতে হচ্ছে তাদের। মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১০ ডিগ্রি সেলসিয়াস।
মাঘের শীতে কাঁপছে চুয়াডাঙ্গার জনপদ। দিনের বেশিরভাগ সময় দেখা মিলছে না সূর্যের। সন্ধ্যা থেকে সকাল, কুয়াশায় ঢাকা চারপাশ। দুর্ভোগে স্বল্প আয়ের ও ছিন্নমূল মানুষ। কাজ না পেয়ে বিপাকে তারা। মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
কনকনে হাওয়া ও কুয়াশায় পঞ্চগড়ে জনজীবন প্রায় স্থবির। খেটে খাওয়া মানুষ ঘর থেকে বের হতে না পেরে কর্মহীন। পরিবার-পরিজন নিয়ে চরম বিপাকে।
গাইবান্ধার সর্বত্র কনকনে ঠান্ডা; জনজীবনে স্থবিরতা। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে টিপ টিপ বৃষ্টির মতো ঘন কুয়াশা, বাড়ছে শীতের তীব্রতা।
শীতের তীব্রতায় বেড়েছে ঠাণ্ডাজনিত রোগ। হাসপাতালে বাড়ছে রোগী। এদিকে, দেশের বিভিন্ন স্থানে সরকারি-বেসরকারিভাবে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ হলেও, অনেকের ভাগ্যেও তা মিলছে না।