সর্বকনিষ্ঠ সিনেটর ও সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট বাইডেন

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জোসেফ রবিনেট বাইডেন, রাজনৈতিক জীবনের শুরুটা খুব একটা মসৃণ ছিল না । তবে নানা চড়াই উৎরাই পার করে ৭৭ বছর বয়সে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে যাত্রা শুরু হচ্ছে তার। যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ সিনেটর ও সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট এখন তিনিই।

বইডেনের জন্ম ১৯৪২ সালে, যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের স্ক্র্যান্টন শহরে। তবে বেড়ে ওঠা ডেলাওয়ারের উইলমিংটনে। বাবা জোসেফ রবিনেট বাইডেন সিনিয়র ছিলেন ব্যবসায়ী আর মা ক্যাথরিন ইউজেনিয়া ফিনেগান গৃহিনী। ডেলাওয়ার ইউনিভার্সিটিতে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেন। এছাড়া আইনে স্নাতকোত্তর করেন সাইরাকিউজ ইউনিভার্সিটি থেকে।

ডেলাওয়ারের নিউ ক্যাসেল কাউন্টির, কাউন্সিলম্যান হিসেবে ১৯৭০ সালে রাজনৈতিক জীবন শুরু হয় বাইডেনের। মাত্র ২৯ বছর বয়সে ১৯৭২ সালে প্রথম সিনেটর নির্বাচিত হন। নারীর বিরুদ্ধে সহিংসতা আইনসহ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি আইন প্রণয়ন করেন তিনি। ওবামার শাসনামলে আট বছর  দায়িত্ব পালন করেন ভাইস প্রেসিডেন্টের।

১৯৭২ সালে সিনেটর হিসেবে শপথ নেয়ার কিছুদিন আগেই সড়ক দুর্ঘটনায় মারা যান স্ত্রী নেইলিয়া ও মেয়ে ন্যাওমি। সেসময় দায়িত্ব নেবেন না বলে সিদ্ধান্ত নেন তিনি। তবে দলের অনুরোধে, শপথ নেন। ১৯৭৭ সালে আবার বিয়ে করেন বর্তমান স্ত্রী জিল ট্রেস জ্যাকবকে। তবে ২০১৫ সালে ছেলে বো বাইডেনের মৃত্যুতে আবারো মানসিকভাবে ভেঙে পড়েন বাইডেন।

প্রেসিডেন্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে বাইডেনকে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। ১৯৮৭ সালে প্রথমবারের মত প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থি হন। তবে এক নির্বাচনি বক্তৃতায় অন্যের লেখা চুরির অভিযোগ উঠলে প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। এরপর ২০২০ সালের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দলের মনোনয়ন পান।

প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে বারবারই বাইডেন বলেছেন তাঁর প্রথম কাজ হবে করোনা মহামারির কবল থেকে আমেরিকাকে মুক্ত করা। সেই সঙ্গে দেশটির অর্থনীতি পুনরুদ্ধারে ও  দ্বিগুণ কর্মসংস্থান তৈরি করা। এছাড়া বর্ণবাদ ও জলবায়ু পরিবর্তনের ইস্যু, ওবামা কেয়ার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিল বাতিলসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ট্রাম্পের নেয়া নীতিমালাগুলোর সংস্কার করতে চান তিনি।