স্প্যানিশ কোপা দেল রে’তে তৃতীয় সারির দল আলকোয়ানোর বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ।
সবশেষ স্প্যানিশ সুপার কাপের সেমিতে অ্যাথলেটিক বিলবাও-এর কাছে হারের পর এটাই হবে লস ব্ল্যাঙ্কোসদের প্রথম ম্যাচ।
রাউন্ড অফ সিক্সটিনে যাবার লড়াই-এ তুলনামূলকভাবে দুর্বল প্রতিপক্ষ আলকোয়ানোর বিপক্ষে অভিজ্ঞদের বিশ্রাম দিয়ে নবীনদের সুযোগ দিতে পারেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান।
ইনজুরি শঙ্কায় থাকা দুই নিয়মিত ডিফেন্ডার সার্জিও রামোস ও রাফা ভারানের বদলে দলে জায়গা পেতে পারেন এডার মিলিটাও ও নাচো ফার্নান্দেজ। বিশ্রাম পেতে পারেন মিডফিল্ডার লুকা মদ্রিচও।